করোনা ভাইরাস: মাস্ক কেলেঙ্কারিতে গ্রেফতার শারমিন জাহানের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নকল এন-৯৫ মাস্ক সরবরাহের অভিযোগে শুক্রবার রাতে গ্রেফতার হওয়া শারমিন জাহানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মামলার তদন্তের দায়িত্বে থাকা ডিবি পুলিশ শুক্রবার রাতে শারমিন জাহানকে ঢাকার শাহবাগ এলাকা থেকে গ্রেফতার করে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রক্টরের দায়ের করা প্রতারণা মামলার প্রেক্ষিতে শারমিন জাহানকে গ্রেফতোর করে পুলিশ।

শারমিন জাহানের প্রতিষ্ঠান অপরাজিতা ইন্টারন্যাশনাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসকদের জন্য এন-৯৫ মাস্ক সরবরাহ করার দায়িত্ব পেয়েছিল।

মামলার এজাহারে বিএসএমএমইউ’র প্রক্টর উল্লেখ করেছেন, শারমিন জাহানকে মাস্ক সরবরাহ করার কার্যাদেশ দেয়ার পর চার দফায় হাসপাতালে মাস্ক সরবরাহ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fatal error: Uncaught ValueError: Unknown format specifier "a" in /customers/e/6/c/atv24bd.com/httpd.www/wp-includes/comment-template.php:2701 Stack trace: #0 /customers/e/6/c/atv24bd.com/httpd.www/wp-includes/comment-template.php(2701): sprintf('